প্রকাশিত: Wed, May 3, 2023 5:33 AM
আপডেট: Sun, May 11, 2025 9:48 PM

চ্যাটবটের ভীতিকর ভবিষ্যতের আশঙ্কা জানিয়ে গুগল ছাড়লেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিনটন

জাফর খান:  চ্যাটবটের গড ফাদার হিসেবে পরিচিত ৭৫ বছর বয়সী জিওফ্রে হিনটন নিউ ইয়র্ক টাইমসকে জানান, এআই চ্যাটবট খুবই ভীতিকর এক পরিস্থিতির দিকে বিশ্ববাসীকে নিয়ে যাচ্ছে। বর্তমানে এটি মানব মস্তিষ্কের চেয়ে অধিক বুদ্ধিসম্পন্ন না হলেও সামনের সময়ে এটি অধিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে যাচ্ছে। গুগল ছাড়ার বিষয়ে তিনি বলেন, অনেক বয়স হলো। এবারে অবসরে যাওয়া বেশি প্রয়োজন। বিবিসি 

সোমবার এক টুইট বার্তায় হিনটন তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। এক দশক ধরে গুগলে কর্মরত ছিলেন তিনি। 

এর আগে নিউরাল নেটওয়ার্কের উপর গবেষণা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবট আবিষ্কারের পথ তৈরি করেছিলেন ডক্টর হিনটন। এ বিষয়ে তিনি বলেন, জিপিটি-৪ এর বর্তমান কর্মক্ষমতা এতটাই দ্রুততার সঙ্গে  প্রসারিত হতে যাচ্ছে যা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিনটন বলেছেন-আমি এটি আবিষ্কার না করলেও নিশ্চিত করে বলছি অন্য কেউ না কেউ তা আবিষ্কার করত। 

এদিকে গুগলের প্রধান বিজ্ঞানী জেফ ডিন জানান, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভিত্তি স্থাপন হিনটনই করেছিলেন। গুগলে এক দশক কাজের ফসল তার এই আবিষ্কার। সিএনএন 

এরইমধ্যে চ্যাট জিপিটির মত একই রকমের আরেকটি প্ল্যাটফর্ম তৈরিতে আইবিএম, আমাজন, বাইডু, টেনসেন্টের মত বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কাজ শুরু করেছে।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব